প্রিয় সহকর্মীগণ,
একশনএইড বাংলাদেশ-এর পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন
আপনাদের জ্ঞ্যাতার্থে জানাই যে, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন দর্শনে পরিবর্তন এনে প্রশমনে প্রাধান্য দেওয়া এবং ভোগের ধরনে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিকভাবে সরকারকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে। উন্নত দেশগুলো যদি নিজেদের জলবায়ু রোধে অবদান বাড়াতে না পারে, তাহলে আমাদের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাঁচার পথ রুদ্ধ হবে। জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা নিতে হবে।”
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে আজ মঙ্গলবার আয়োজিত ‘জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ৩০-এ বাংলাদেশের অবস্থান’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই প্রেস রিলিজটি প্রকাশে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। উক্ত ইভেন্টের প্রেস রিলিজ এবং ছবি সংযুক্ত আকারে দেওয়া হলো।